প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আবুল হাসেম ও আব্দুর রশিদ ছিলেন দলের ত‍্যাগী এবং নীতিবান কর্মী- গিয়াস উদ্দিন কাদের

মোহাম্মদ আতিক উল্লাহ রাউজান চট্টগ্রাম: রাউজান পৌরসভা যুবদল নেতা মরহুম আবুল হাসেম এর ৮ম মৃত্যুবার্ষিকী ও ডাবুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মরহুম আব্দুর রশিদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০আগস্ট শুক্রবার সন্ধ্যায় হাছানখীল ফুলটিলা বাজারস্থ বিএনপি অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন যুবদল নেতা মরহুম আবুল হাসেম ও আব্দুর রশিদ ছিলেন দলের ত‍্যাগী এবং নীতিবান কর্মী। তাদের শহীদী আত্নার মাগফেরাত কামনা করছি। ডাবুয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল শুক্কুরের সভাপতিত্বে ও আলহাজ্ব মোহাম্মদ আরিফ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ, নির্যাতত বিএনপির নেতা আজিজুল হক, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবেক সুলতান কাজল, এরশাদ চৌধুরী, উপজেলা স্বেচছাসেবক দলের সচিব একরাম হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম, কাজী জাহাঙ্গীর, এরশাদুল আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম, সচিব রহিম বাদশা, নুরুদ্দিন, সুজন, আবু তাহের, রাশেদ, ইসমাইল, মহিম, আইয়ুব সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন