প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শ্রীবরদীতে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ  এসডি

 সোহেল রানা স্টাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরদীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  ২ ই সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ  ভবনে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের নেতৃবৃন্দের হাতে  অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।  এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  মাসুমা মমতাজ,  নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মিনু আরা বেগম,  মায়ের দোয়া মহিলা সমিতির সভা নেত্রী জবেদা বেগম,  উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু প্রমুখ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য এ বছর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত   স্বেচ্ছাসেবী দুটি নারী সংগঠনের মাঝে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন