প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রংপুর এর গংগাচড়ার বড়বিল ইউনিয়ন এর বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের কমিটি বিলুপ্ত

: রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগের কারণে কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত রবিবার দুপুর ১টার দিকে প্রেস বিফিং এ-র মাধ্যমে কমিটি বিলুপ্তির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বড়বিল ইউনিয়ন এর উপদেষ্টা ও সমন্বয়ক বৃন্ধ। প্রেস বিজ্ঞপ্তিতে তাঁরা জানান বড়বিল ইউনিয়ন এর বিভিন্ন ইউনিটে যে সকল সমন্বয়ক কমিটি গঠিত হয়েছিল সব কমিটি আজ থেকে বাতিল। সমন্বয়ক পরিচয়ে কেউ যদি অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি করে তার ছবি তুলে রাখুন এবং আমাদের জানান।গতকাল রবিবার নিজেদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বড়বিল ইউনিয়ন এর পাঁচজন উপদেষ্টা ও দশ জন সমন্বয়ক এক সাথে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন