প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দিনাজপুর বীরগঞ্জে জাল টাকার নোট ও জাল ডলারসহ ৩ জন আটক

 মোঃ ইউসুফ আলী , বীরগঞ্জ দিনাজপুর:
 ১ সেপ্টেম্বর ২০২৪ (রোববার) সাড়ে ১২টার দিকে বীরগঞ্জ থানাধীন ৮নং ভোগনগর ইউনিয়নের ধুলাউড়ি বাজারের জনৈক শাহজাহান আলীর দোকানের সামনে থেকে স্থানীয় লোকজন জাল টাকা ও ডলারসহ ৩ ব্যক্তিকে আটক করে। পরে বীরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৬০টি এক হাজার টাকার জাল নোট এবং ১০১টি ইউএস ডলারের নোট পাওয়া যায়। পরে তাদের সঙ্গে থাকা তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেলসহ জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কুঠিপাড়ার মো. আজিজার রহমানের ছেলে মো. লিটন (২৫), রংপুর বদরগঞ্জ উপজেলার শালবাড়ী ঘাট এলাকার মো. আব্দুল গফুরের ছেলে শামিম (২৭), এবং পার্বতীপুরের কুঠিপাড়ার রমজান আলীর ছেলে মো. শাকিল শেখ (২৮)। এ বিষয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা রজু করা হয়েছে। মামলাটির তদন্দের দায়িত্বে আছেন এসআই মো. নুরুন্নবী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন