প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মাদারীপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

মোঃ আলী শেখ মাদারীপুর জেলা প্রতিনিধি :

মাদারীপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ প্রায় ১৫ জন আহত হয়েছে। রোববার ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার সময় ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড় ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে।আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে এসে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে দুই পাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার বড় ব্রিজের নিকট ঢাকাগামী সোনালী পরিবহন ও অপর দিক থেকে আশা বরিশালগামী বলাকা পরিবহন যাত্রীবাহী বাস দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের চালকসহ ১৫ জন যাত্রী আহত হয়।রাজৈর ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন