প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

দুই নং ডাউয়াবাড়ী ইউনিয়নের মনসারের ঘাট এলাকায় চলছে জুয়ার আখড়া আসতেছে দুর দুরান্ত থেকে মানুষ

মোঃ আল-আমিন ইসলাম বার্তা সম্পাদক:

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দুই নং ডাউয়াবাড়ী ইউনিয়নের মনসারের ঘাট এলাকায় প্রতিনিয়ত হচ্ছে জুয়া খেলা। এবং দেখা মিলতেছে বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত মানুষদের। যখন মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। আর তারা স্বপ্ন দেখতেছেন জুয়া খেলা কে সামনে এগিয়ে নেওয়া যায় এবং সেই জুয়া থেকে কখন তারা লক্ষ লক্ষ টাকার মালিক হবেন জুয়া খেলে তাদের নেশায় একটাই জুয়াকে সামনে এগিয়ে নিতে হবে। কে এই আকবর সে নাকি প্রতিদিন ২০০ থেকে ৩০০ জন মানুষের একটি জুয়ার আসর নিয়ে প্রতিদিনই বসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন এই জুয়ার মহল থেকে। এবং বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা থেকে লোক ভাড়া করে নিয়ে এসে জুয়া খেলেন এখানে। দুই নং ডাউয়াবাড়ী ইউনিয়নের মনচারের ঘাট এলাকায় এই জুয়া খেলা শুরু হয় রাত আটটার পর থেকে শেষ হয় ভোররাতে। কিন্তু এ যেন দেখার কেউ নেই, সাধারণ মানুষরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করে টাকা পয়সা নিয়ে যায় বাসার দিকে কিন্তু তাদেরকে বিভিন্ন রকমের লোভ দেখিয়ে জুয়া খেলায় অংশগ্রহণ করে হাতিয়ে নিচ্ছেন এই টাকাগুলো। কে এই আকবর কি তার পরিচয় সে নাকি সবাইকে চ্যালেঞ্জ করে বলে আমরা খেলা চালাবো কেউ আটকাইতে পারলে আটকাও তার খুটির জোর কোথায়। জন বলে দেখা দিয়েছে এই কথা কে এই আকবর জুয়ার মহল নিয়ে বসে আছেন মনসারের ঘাটে। যুব সমাজকে ধ্বংস করার জন্য অবিলম্বে এ জুয়ার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকাবাসী সহ সকল ছাত্র ভাইদের রুখে দিতে হবে এই জুয়ার মহল কে। তাতেই শান্তি পাবে এলাকা শান্তি পাবে দেশ শান্তি পাবে সাধারণ মানুষ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন