প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরে দুষ্কৃতী সন্ত্রাস চক্রের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

 বাদশা আলমগীর কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর নিয়ে চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক সমিতি। গত ২৬ আগস্ট কতিপয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে আজ ১ সেপ্টেম্ব রোববার বিকেলে সোনাহাট স্থলবন্দরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ সহ শ্রমিকরাও যোগ দেন এই প্রতিবাদে। সমাবেশে বক্তব্য রাখেন সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক সমিতির সভাপতি আবু তাহের ফারাজি, সহ-সভাপতি আবুল হোসেন ব্যপারী, স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ২৯৪৩ এর সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তব্যে বলেন একটি কুচক্রিমহল হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে সোনাহাট স্থলবন্দর নিয়ে নানা ষড়যন্ত্র করছে এবং বন্দরকে অচল করার চক্রান্ত চালাচ্ছে এই বন্দর বন্ধ করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কর্মসংস্থান ধ্বংস করার চেষ্টা চালাচ্ছেন । এই বন্দরে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক, সাধারণ মানুষ সহ দেশের অনেক স্থানের মানুষ এই স্থলবন্দরের সুবিধা ভোগ করে আসতেছে, যদি দুষ্কৃতী চক্রান্তের কারণে এই বন্দর ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশের সরকার ও এই বন্দর থেকে ভ্যাট অর্থ থেকে বঞ্চিত হবে। চক্রটি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে স্থানীয়ভাবে সংবাদ প্রকাশ করে আসছে। তারা সকল অপকর্ম ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগের সঠিক তদন্তের দাবি জানান। তা নাহলে বন্দরের হাজার হাজার শ্রমিক ও শতশত ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হতে পারেন। এই দুষ্কৃত চক্রটির বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন