প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরার স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডাঃ মাহমুদুল হাসান পলাশ ফেলোশিপ ট্রেনিং শেষে দেশে প্রত্যাবর্তন

 মোঃ আবু রায়হান , সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
কলারোয়ার কৃতি সন্তান অর্থোপেডিক ও স্পাইন বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান পলাশ দক্ষিণ কোরিয়া থেকে ফেলোশিপ শেষে ২ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। তিনি । জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মো: মাহমুদুল হাসান পলাশ এন্ডোষ্কোপি স্পাইন( মেরুদন্ড) সার্জারি কোর্স সম্পন্ন করতে ১৬ দিন‘এআইএন মেডিকেল ফাউন্ডেশন’ এর আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ার সিউলে ‘এআইএন হসপিটাল’ এ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তিনি এ প্রশিক্ষণ গ্রহণ করেন । তিনি মেরুদন্ডের উন্নত চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি( এন্ডোসকপি)’র মাধ্যমে স্পাইন সার্জারিতে ফেলোশিপ প্রশিক্ষণ শেষে ২ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। “কোরিয়ার সিউলে ‘এআইএন হসপিটাল’ থেকে সম্মাননা সনদ প্রাপ্ত অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান পলাশ চিকিৎশাস্ত্রের ওই অর্জিত জ্ঞান প্রয়োগ করে রোগীদের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন। তিনি দক্ষিণ কোরিয়া সিউ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন