প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

টাঙ্গাইল পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু’র যোগদান ও দায়িত্বভার গ্রহণ

শুভ সাহা,বিশেষ সংবাদদাতা:
আজ ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রবিবার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা,টাঙ্গাইল জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে আগমন কালে পুলিশ অফিসার্স মেস,টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেলশুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়েছে। নবাগত পুলিশ সুপারকে পুলিশ অফিসার্স মেস এবং পুলিশ সুপারের কার্যালয়,জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকষ দল গার্ড অব অনার প্রদান করেন।পরবর্তীতে বিদায়ী পুলিশ জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম সেবা,নবাগত পুলিশ সুপার জনাব মোঃসাইফুল ইসলাম সানতুকে ফুলেল শুভেচ্ছা জানান।অতঃপর তিনি টাঙ্গাইল জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।নবাগত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, টাঙ্গাইলের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।অতঃপর পুলিশ সুপারের কার্যালয় টাঙ্গাইলের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার,থানা,ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি অত্র জেলার আইনশৃঙ্খলা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে টাঙ্গাইল জেলার সকল থানা এলাকা নিরাপদে গড়ে তোলার লক্ষ্যে জনবান্ধব ও সেবামূলক বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, সুনিরাপদ চলাচল অব্যাহত রাখতে, জনগণের নিকট পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তথা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন