প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বিশ্ব চিঠি দিবস

শাহজালাল সুজন
তারিখ- ০১/০৯/২০২৪

সেপ্টেম্বরের এক তারিখে
চিঠি দিবস হয়,
আন্তর্জাতিক স্বীকৃতি রুপ
সুধী মহল কয়।

কলম আঁচড় খাতার পৃষ্ঠে
একই‌ সুতোয় টান,
সবাই মিলে চিঠি পড়তো
জুড়াতো মন প্রাণ।

মনের কথা লিখতো রাতে
চিঠির মধ্যে রোজ,
বিবর্তনের প্রেক্ষাপটে
নেইতো চিঠির খোঁজ।

ভার্চুয়াল আর নেট দুনিয়া
করে সদাই রাজ,
চিঠি লিখার সোনালী যুগ
কোথায় গেলো আজ?

ডাক পিয়নের আনাগোনা
কমে গেছে বেশ,
প্রযুক্তির এই নব ছোঁয়ায়
চিঠির প্রথা শেষ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন