প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

ফেইসবুকে চিকিৎসকের আওয়ামী লীগ পরিচয়ে হুমকি তৎপর স্বাস্থ্যখাতে পুকুর চুরির

মাটি মামুন রংপুর :
রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী স্বাস্থ্যকর্মকর্তা মিল্লাতের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। ডক্টর মিল্লার তার ফেসবুক পেজে নিজেকে আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের বিগত বছরের সকল দরপত্র ও অবকাঠামো উন্নয়ন কাজে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নানান অনিয়ম ও দুর্নীতি সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং সরে জমিনে মঙ্গলবার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গিয়ে তার দেখা পায়নি এবং স্বাস্থ্য কমপ্লেক্সেও তিনি ছিলেন অনুপস্থিত ফলে সেবা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জুড়ে পতন হওয়া স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে নানান অনিয়ম ও দুর্নীতি বাসা বেধেছে। সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা গেছে, হাসপাতালে বরাদ্দকৃত অটোমেশন কার্যক্রমের তিন লক্ষ টাকা শতভাগ কার্যক্রমে ব্যয় না করে, ঠিকাদারকে আওয়ামী লীগ কর্মী ডাক্তার মিল্লাত হুমকি ধামকি ও স্থানীয় প্রভাব খাটিয়ে  দুই লক্ষ ষাট  হাজার টাকায় সম্পূর্ণ করতে বাধ্য করেছে। যদিও ঠিকাদারের দাবি তিন লক্ষ টাকার বরাদ্দকৃত অর্থ এক লক্ষ বিশ হাজার টাকায় সম্পূর্ণ করেছে এবং অভিযুক্ত ডাক্তার মিলাদ ও স্বাস্থ্য সহকারি বড় বাবুর প্রভাবশালী তার কারণে ২ লক্ষ ৬০ হাজার টাকায় বিল করেছেন এবং অন্তবর্তী কালীন অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট অভিযুক্তকারীরা উৎকোচ গ্রহণ করেছেন বলে অভিযোগ ঠিকাদার প্রোপাইটর বাধন ট্রেডার্সের। এছাড়া প্যাথলজি ল্যাবে কর্মীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের যোগ সাদাসে ইউজারফিল কমিয়ে এনে ক্ষমতাশীল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগেদের উপস্থিতি অনুপাতিক হারে অতিরিক্ত বাড়িয়ে অর্জিত ইউজার ফি চালানোর মাধ্যমে জমা করার।শুধু তাই নয়,হাসপাতালে সরকারি নিয়ম অনুযায়ী রোগী সেবা প্রদানের  বরাদ্দকৃত তিন ০৩ টাকা টিকিটের পরিবর্তে নেওয়া হয় পাঁচ ৫ টাকা এমন অভিযোগ অসংখ্য। স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান মিজান পেট ব্যথায় জরুরি বিভাগের দারস্ত হলে তার কাছ থেকে ৫ টাকার টিকিট সংগ্রহ করে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেছে। যদিও এ বিষয়ে হাসপাতাল চিকিৎসক কর্তৃপক্ষের অজানা।  আরো বিস্তর অভিযোগ রয়েছে RMO,UHFPO ও প্রধান সহকারি আওয়ামী লীগের কর্মী হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক MSR,NDC টেন্ডার ও দরপত্রের সকল আর্থিক কার্যক্রমে প্রভাত বিস্তার এর অভিযোগ দীর্ঘদিনের।  কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স বাঁধন ট্রেডার্স এর প্রোপাইটর শাহজাহান সাহেব জানায়,হাসপাতাল ডেকোরেশনের এনডিসি কার্যক্রমে তিন লক্ষ টাকার বরাদ্দকৃত কাজ শতভাগ শেষ করলেও তার কাছ থেকে উৎকোচ বাবদ ৫০ হাজার টাকা জোরপূর্বক নেওয়া হয়েছে এবং উক্ত টাকা উৎকোচ না দেওয়ায় তার প্রাপ্য এমডিসির বরাদ্দকৃত বিল তিন মাস যাবত আটকে রাখা হয়েছিল বলে তিনি জানান,কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্য খাতে ডিজিটালাইজেশন এর জন্য এক কোটি বিশ লক্ষ টাকা হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেরাই তাদের ইচ্ছেমতো ঠিকাদার নিয়োগ ও দরপত্রের মাধ্যমে সব কাজ করে থাকেন।  কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট ঠিকাদারসহ স্বাস্থ্য সেবা নিতে আসা রোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষায় নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়সহ আওয়ামী লীগকর্মী হিসেবে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব স্থানে জায়গা করে নিয়েছে বলে অভিযোগ অসংখ্য তারা হলেন,  সংশ্লিষ্ট  হাসপাতালের সহকারী স্বাস্থ্যকর্মকর্তা  ডাঃ মিল্লাত ও স্বাস্থ্য সরকারি বড়বাবু কর্তৃক সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সত্যতার খোঁজ পাওয়া গেছে। সেই সঙ্গে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডঃ মিলাদের ফেসবুক পেইজে আওয়ামী লীগের কর্মী হিসেবে আত্মপ্রকাশের সত্যতা পাওয়া যায়।  গত মঙ্গলবার সরে জমিনে কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আল মামুনের সঙ্গে কথা বলে জানা যায়, সংশ্লিষ্ট সকল অভিযোগ তার অজানা তবে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে লিখিত অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নিবেন এবং তিনি আরো জানায়, তিনি বিগত কয়েক বছর থেকে বৈষম্যের শিকার,এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের বিভিন্ন চাপের মধ্যেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন