প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

কিশোরগঞ্জে বিএনপি ও জাপা চেয়ারম‍্যান গ্রুপের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুরুতর আহত ১৬

 কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এঘটনায় পাঁচজন নেতাকর্মীসহ এখন পযর্ন্ত মোট ১৬ আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (৩১ আগস্ট)রাত ৭টা ৩০ মিনিটের দিকে শহরের বাবু টকিজ হলের সামনে এ ঘটনা ঘটে।এতে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। আহতরা হলেন- কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির সদস্য হোসেন শহদী সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু (৪৫), কামার পাড়া এলাকার বিএনপি কর্মী লেবু মিয়া (৪২) ও কেশবা গ্রামের ছকমাল হোসের ছেলে মোঃ স্বাধীন মিয়া(২৫) রাজিব ডাঙ্গাপাড়ার জুয়েল ইসলাম(১৬) ও বাকিদের নাম এখনো জানা যায়নি। তারা সবাই এখন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং তাদের মধ্যে কয়েক জন আশঙ্কাজন অবস্থায় রয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন