প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

জয়পুরহাটে বন্যার্তদের ত্রাণ সহায়তায় “কনসার্ট ফর রিহ্যাবিলিটেশন” অনুষ্ঠিত

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্ট আয়োজন করে চলছে দেশের বিভিন্ন জেলার শিল্পীরা। “মানুষ মানুষের জন্য” বন্যার্তদের সহায়তা এগিয়ে আসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে – জয়পুরহাটে কনসার্ট ফর রিহ্যাবিলিটেশন অনুষ্ঠিত হয়েছে। এসব কনসার্টে পারিশ্রমিক ছাড়াই অংশ নিতে দেখা যাচ্ছে দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলোকে।   শহরের আবুল কাশেম ময়দানে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এই উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে জেলার বিভিন্ন এলাকার শিল্পী সহ যে কোনো শ্রোতা ও দর্শক মঞ্চে এসে গান গেয়ে তাদের সাধ্যমত নির্ধারিত সাহায্যের বক্সে বন্যার্তদের ত্রানের জন্য অর্থ সহায়তা করেছেন। জয়পুরহাটের বেসরকারি সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় প্রাঙ্গণ জয়পুরহাট” এর আয়োজনে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা শিল্পকলা একাডেমী, জয়পুরহাট পৌরসভা সহ জেলার সকল শিল্পীদের সহযোগিতায় দেশের বানভাসীদের ত্রাণ সহযোগিতার অর্থ সংগ্রহের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে। “প্রিয় প্রাঙ্গন” সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বেবী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পানিবন্দি বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ চলছে। ছোট্ট পরিসর থেকে আমরা চেষ্টা করছি। শুক্রবার কনসার্ট চলাকালে ১ লাখ ৩২ হাজার ৩৫৭ টাকা সংগহ হয়েছে। এছাড়াও আরো কিছু তহবিল সংগ্রহ করা হচ্ছে সবগুলো মিলিয়ে দেশের বানভাসি বন্যাতেদের জন্য অর্থ বা ত্রাণ সহযোগিতা পাঠানো হবে।  “প্রিয় প্রাঙ্গন” সংগঠনের সভাপতি রবিন আহমেদ বলেন, “মানুষ মানুষের জন্য” সেজন্য আমরা কন্ঠশিল্পী হিসেবে এগিয়ে এসেছি। বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছি আমরা, যেখানে জেলার  শিল্পীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন বুথ খোলা হয়েছে যেখানে মানুষ গান শুনার পাশাপাশি নগদ অর্থ প্রদান করছে। আমরা সব সময় বন্যার্তদের পাশে আছি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন