প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজদের তালিকা তৈরিতে গণশুনানি

নারায়ণগঞ্জ সংবাদদাতা:

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায়  আগুনের ঘটনায় নিখোঁজদের তালিকা তৈরির জন্য আজ ১ সেপ্টেম্বর রবিবার সকাল১০ টায় গণশুনানি অনুষ্ঠিত হবে। আট-সদস্যের তদন্ত কমিটির সামনে গাজী টায়ার কারখানা এলাকায় এ শুনানি  অনুষ্ঠিত হবে। নিখোঁজদের আত্মীয়- স্বজনদের স্ব-শরীরে  উপস্থিত হয়ে তালিকা  তৈরিতে নাম,ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্যপ্রদান করে সহযোগিতা করার জন্য রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ও তদন্ত কমিটির সদস্য  মো: আহসান মাহমুদ রাসেল সকলের কাছে আহ্বান জানিয়েছেন ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন