
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজদের তালিকা তৈরির জন্য আজ ১ সেপ্টেম্বর রবিবার সকাল১০ টায় গণশুনানি অনুষ্ঠিত হবে। আট-সদস্যের তদন্ত কমিটির সামনে গাজী টায়ার কারখানা এলাকায় এ শুনানি অনুষ্ঠিত হবে। নিখোঁজদের আত্মীয়- স্বজনদের স্ব-শরীরে উপস্থিত হয়ে তালিকা তৈরিতে নাম,ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্যপ্রদান করে সহযোগিতা করার জন্য রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও তদন্ত কমিটির সদস্য মো: আহসান মাহমুদ রাসেল সকলের কাছে আহ্বান জানিয়েছেন ।