প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জীবন যুদ্ধ

কলমে রিতুনুর

জীবনের অংক যেখানে জিরো
কি হবে সেখানে থেকে হিরো।
মুক্তি দাও হে পৃথিবী,
থাকতে চাইনা এই ধরনীর বুকে,
এই পৃথিবী সবার জন্য
নয়তো সুখের।
যেখানে কষ্টে কষ্টে
আষ্টে পৃষ্টে জড়িয়ে
জীবন হয়েছে মরুর মত চড়,
সেখানে কার উপরে
করা যাবে আর নির্ভর।
খাদ্যর জন্য দ্বারে-দ্বারে যার
করতে হয় হতদরিদ্র সেজে কাকা,
কুকুরের পাশে হয় রাস্তায় থাকা।
ভাগ্যের কি নির্মম পরিহাস,
এই নিয়ে করবে না কেউ উপহাস।
বুকের হাঁপরে কত কষ্ট
আছে না জানি এই গরীবের জমা,
হে খোদা দয়ামায়া তুমি সবাইকে কর ক্ষমা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন