প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

৬৫৫ পিচ ইয়াবাসহ রাজশাহী জেলার চারঘাট হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার

 নিজস্ব প্রতিনিধি :
৩০ আগস্ট ২০২৪ তারিখ রাত্রী-২১.০০ রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছী নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আসামী ১। মোঃ রবিউল ইসলাম @ টুটলু (৪০), পিতা- মৃত আজাহার আলী, বর্তমান ঠিকানাঃ সাং- মৌগাছী, থানা- চারঘাট, জেলা- রাজশাহী, স্থায়ী ঠিকানাঃ সাং- চৌদ্দপাই, ডাকঘর- বিনোদপুর বাজার, থানা- মতিহার, রাজশাহী মহানগরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত ইয়াবা-৬৫৫ পিচ, মোবাইল- ০১ টি, সীম০১ টি উদ্ধার করে। র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির একটি অপারেশন দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন মৌগাছি গ্রামস্থ নিজ বসতবাড়ীতে ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং একটি চৌকস আভিযানিক দল ৩০/০৮/২০২৪ তারিখ উক্ত বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ০১ জন আসামীকে হাতে নাতে আটক করে এবং বসতবাড়ী তল্লাশী করে ৬৫৫ পিচ ইয়াবা উদ্ধার করে। ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ইয়াবা পাচার করে আসছিল। আসামীর বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও ফেন্সিডিল সংগ্রহ করে বিভিন্ন কৌশলে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজরু কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন