প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নবীগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

স্বপন রবি দাশ,নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বরহমপুর এলাকায় ৫০ এর অধিক পরিবারের মধ্যে চিড়া,চিনি,মুড়ি,বিস্কুট, পানি, সেলাইন, নাপা শুকনো খাবার ও সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) দুপুর ০৩:০০ ঘটিকা থেকে সন্ধা পর্যন্ত বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা করা এবং চলমান বন্যা মোকাবেলায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বরহমপুর এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চয়ন বারুই, স্বপন রবি দাস, রিপন মন্ডল, শেখর, গ্রাম পুলিশ প্রমুখ উপস্থিত ছিলেন। এটি ছিলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যা কবলিত বান্যাভাসি মানুষের জন্য ১ম ধাপের কর্মসূচি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন