প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দের ও সংগঠনে উদ্যােগে বর্নাত্বদের মাঝে উপহার সামগ্রী বিতরন

শাহাদাত কামাল শাকিল,কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা মহানগরীর ভাটপাড়া মাস্টার বাড়ির সংলগ্ন বেড়িবাঁধের উপরে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়, প্রায় অর্ধশত পরিবারের মাঝে উক্ত উপহার সামগ্রী বিতরন করা হয়,এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা বিভাগীয় সাধারণ সম্পাদক শাহজালাল ভুইয়া সজিব,সমাজ সেবক মোঃ আজাহার আলী, সংগঠনের কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুন, ও সাধারণ সম্পাদক মোঃজুয়েল রানা মজুমদার , সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন,, অর্থসম্পাদক নারায়ন কুন্ড সদস্য মোঃ শাহাদাৎ কামাল শাকিল ,বুড়িচং শাখা সাধারন সম্পাদক,আক্কাস আল মাহমুদ রিদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান টি সহায়তায় ছিল সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ, আশিয়ান সিটি গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক মানবকন্ঠ পরিবার,সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র সংগঠন সহ অন্যান্য সংগঠন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন