প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নিম্ন আদালতের ৮১ বিচারক বদলি

নিজস্ব প্রতিবেদন: 
জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ নিম্ন আদালতের মোট ৮১ জন বিচারককে বদলি করে বিচার ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার।সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে অধস্তন আদালতের বিচারকদের বদলি করা হয়েছে বলে উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।বদলি হওয়া বিচারকদের মধ্যে ৮০ জনকে ৩ সেপ্টেম্বর তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে এবং অন্য একজন বিচারককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ব অর্পণের পর ১ সেপ্টেম্বর নতুন অফিসে যোগদান করতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন