প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালাইয়ে শহীদ রিতা’র পরিবারে জামায়াতের পক্ষ থেকে ১লক্ষ টাকা সহায়তা প্রদান

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
জয়পুরহাট কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর একমাত্র মেধাবী কলেজ পড়ুয়া কন্যা রিতা আক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিগত ৫ আগস্ট/২৪ ঢাকার মিরপুরে শাহাদাৎ বরন করেন। গতকাল ৩০ আগস্ট শুক্রবার বিকেলে  কালাই উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাইয়ের শহীদ রিতার কবর জিয়ারত শেষে জামায়াতের পক্ষ থেকে শহীদ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর মোঃ আব্দুর রউফ, সেক্রেটারী মোঃ আব্দুল আলীম, নায়েবে আমীর মোঃ মুনছুর রহমান, পুনট ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আজিজুল হক সহ স্থানীয় জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন