জি এম মাসুদুর রহমান শিমু, রংপুর :
ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের সাতটি প্রতিষ্ঠানে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া কেন্দ্রী শহিদ মিনারের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।উক্তপ্রতিবাদ সমাবেশেউপজেলা সাংবাদিক সমাজের সভাপতি ও কালের কন্ঠ গঙ্গাচড়ার প্রতিনিধি সাজু আহম্মেদ লাল এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে গঙ্গাচড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী স্বপন সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বাংলাদেশ প্রেস ক্লাব গঙ্গাচড়ার সভাপতি ও নিউজ টুয়েন্টিফোরের গঙ্গাচড়া প্রতিনিধি সুজন আহম্মেদ, প্রেস গঙ্গাচড়া সাধারন সম্পাদক বাবুল মিয়া, সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান, উপজেলা শুভ সংঘ সভাপতি রাহান কবির,দৈনিক ভোরের চেতনার স্টাফ রিপোর্টার রংপুর সহ সর্বস্তরের জনগণ।প্রতিবাদ সমাবেশে বক্তারা ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের তিব্র নিন্দা প্রকাশ করেন। বিগত সরকারের মত গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের কন্ঠ রোধ না করে কাজের পরিবেশ তৈরি করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সেইসঙ্গে হামলা ও ভাংচুরের সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।এসময় গঙ্গাচড়া প্রেস ক্লাবের উপদেষ্টা কামরুজ্জামান বাদশা, বাংলাদেশ প্রেস ক্লাব গঙ্গাচড়া সাধারন সাধারন মজমুল হক, কালের কন্ঠ গঙ্গাচড়া উপজেলা ফটো সাংবাদিক সাদিকুল ইসলাম, সাংবাদিক রুহুল ইসলাম রয়েল, রিযাদুরনবী রিয়াদ, হামিদুর রহমান লেবু, রবীন্দ্রনাথসহ কর্মরত সাংবাদিক সুধীজন ছাত্র শিক্ষকরা উপস্থিত ছিলেন।