প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরায় ওয়ার্ড ভিত্তিক নারী সুরক্ষা ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড এর আওতায় নারী সুরক্ষা ফোরামের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) বিকাল ৪টার সময় মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এবং আরা’র বাস্তবায়নে রিনিউ প্রকল্পনাধীন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড নারী সুরক্ষা ফোরামের দ্বি-মাসিক সভায় ওয়ার্ড নারী সুরক্ষা ফোরামের সভাপতি রায়হাতুর জান্নাত রিমির সভাপতিত্বে ৩০জন উপকারভোগী উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রকল্পের ফিল্ড ভলান্টিয়ার আব্দুস সাত্তার। সার্বিক সহযোগিতা করেন ইভেন্ট অর্গানাইজার সুলতান মাহমুদ সোহাগ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন