প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিরামপুর উপজেলা বালিকা ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ে ফাইনাল খেলায় বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নে অবস্থিত ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

আজ শনিবার (৭ই অক্টোবর-২০২৩) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গোড়-এ-শহীদ বড় মাঠে জেলা পর্যায়ের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বিরামপুর উপজেলা ধানজুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল বীরগঞ্জ উপজেলার বালিকা দলকে ৪-০ গোলে হারিয়ে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় মাঠে উপস্থিত হয়ে খোলোযাড়দের উৎসাহ দেন বিরামপুর উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, বিরামপুর প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশতাক আহমেদ, বিরামপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতাম মাহমুদ, সহকারী শিক্ষক আঃ রউফ ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান সহ আরো অনেকে।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি), অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ সরকার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম প্রমুখ। পরে বিজয়ীরা প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন