প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দোয়ারাবাজারে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জলাশয় ও হাওরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৪০৭ কেজি মাছের পোনা অবমুক্ত করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু। এসময় আরও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি বর্মন, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) মো.শাহীনুর রহমান শান্তিগঞ্জ হ্যাচারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কৃষি অফিসের প্রতিনিধি বাবুল রায়, যুব উন্নয়ন অফিসার প্রিয় ব্রত নাগ, সমবায় অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন