প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

“বন্যায় ত্রাণ বিতরণকালে আনসার সদস্যের মৃত্যু, পরিবারকে মহাপরিচালকের আর্থিক সহায়তা প্রদান”

নিজস্ব প্রতিবেদন: 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্য ওয়াহিদের রহমান(২৪) গত ২৪ আগস্ট, ২০২৪ খ্রিঃ ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। অদ্য ২৮/০৮/২০২৪ খ্রিঃ, বুধবার আনসার-ভিডিপি সদর দপ্তরে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন ও সমবেদনা জ্ঞাপন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। নিহত আনসার সদস্য পাওয়ার স্টেশন কোম্পানি, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্গীভূত আনসার হিসেবে কর্মরত ছিলেন। গত ২০ আগস্ট নিজ বাড়ি ফেনীতে ছুটিতে যেয়ে তিনি বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করছিলেন। ২৪ আগস্ট এলাকার স্বেচ্ছাসেবীদের সাথে যুক্ত হয়ে নৌকায় করে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি নৌকা থেকে পড়ে গিয়ে মারা যান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন