প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

রাউজান সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোহাম্মদ:আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম রাউজান সরকারি কলেজের উদ‍্যোগে পরিবেশ রক্ষাই রোপন করা হয়েছে ফলজ বৃক্ষের চারা। ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজের সহকারি অধ‍্যাপক নুরুল আব্বাস চৌধুরী, অর্থনীতি বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক জহুরুল আলম, তছলিম উদ্দিন ইসলাম, প্রানী বিজ্ঞান বিভাগের অধ্যাপক শওকত উদ্দিন ইবনে সবুজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ‍্যাপক আবুল মোস্তফা, অর্পণা চৌধুরী, সর্বরী দে, লাইব্রেরি কর্মকর্তা মোহাম্মদ আক্কাস উদ্দিন, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন