প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

মিরসরাইতে বন্যা কবলিত দেড় হাজার মানুষের জন্য খাবার আয়োজন করলেন মুসাইদা ফাউন্ডেশন

 মোঃ আতিক উল্লাহ চৌধুরী :বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার হাজারো বাসিন্দা।বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক ও মানবিক সেচ্ছাসেবী সংগঠন মুসাইদা ফাউন্ডেশন। ২৫ শে আগস্ট মিরসরাইয়ের স্থানীয় একটি ক্লাবে প্রায় দেড় হাজার মানুষের জন্য খাবার রান্না করা হয়। মিরসরায়ের প্রতিটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মুসাইদা ফাউন্ডেশন এর সদস্য দের টিম তৈরি করে বিশুদ্ধ পানি ও খাবার নিয়ে যান। মুসাইদা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা লায়ন আবু হাছান বলেন ; বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে মুসাইদা ফাউন্ডেশন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন