প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তারেকুল ইসলাম এর সাথে এম টি আই টেলিভিশন এন্ড ডেইলি কলম যোদ্ধা মিডিয়া এ্যাসোসিয়েশন এর নির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদনঃ 

আজ ২৮ আগস্ট বুধবার বর্তমানে সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনা অতঃপর এম টি আই টেলিভিশন এন্ড ডেইলি কলম যোদ্ধা মিডিয়া এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন দৈনিক কলম যোদ্ধা পত্রিকা’র সম্পাদক, এম টি আই টেলিভিশন এর সহঃ পরিচালক ও দৈনিক কলম যোদ্ধা মিডিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ আনসারুজ্জাম রেজওয়ান (ইসলাম), এম টি আই টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক,দৈনিক কলম যোদ্ধা পত্রিকা’র সহঃ সম্পাদক ও দৈনিক কলম যোদ্ধা মিডিয়া এ্যাসোসিয়েশন এর মহাসচিব আহাদ মাহমুদ এবং দৈনিক নাগরিক ভাবনা পত্রিকা গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি এম টি আই টেলিভিশন এর নিজস্ব প্রতিনিধি ও দৈনিক কলম যোদ্ধা মিডিয়া এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর ইকবাল রানা।
ক্যামেরায় মোঃ আইনুল ইসলাম প্রিন্স,গোবিন্দগঞ্জ থানা।

এ সৌজন্যে সাক্ষাৎ ও আলোচনার মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার সকল সামাজিক কার্যক্রমে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন মোঃ তারেকুল ইসলাম।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন