প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর পোরশায় নকল নবিসদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করনের দাবিতে কর্মসূচি পালন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ :
নওগাঁ সহ সারাদেশে সারা দেশে সাবরেজিস্ট্রার অফিসের নকল নবিসদের রাজস্বখাতে অন্তর্ভুক্ত করনের দাবিতে কর্মসূচি পালন করছেন নকল নবিসরা। নকল নবিস কমিটির সভাপতি আমির উদ্দিন বাবু জানান, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে তারা ২৯ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন। নকল নবিসদের চাকুরি জাতীয় করণের ১ দফা দাবিতে তারা এই কর্মসূচিগুলি পালন করছেন। ১ নভেম্বর তারা মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য ঢাকায় যাবেন বলেও তিনি জানান নওগাঁ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন