প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাতক্ষীরা সীমান্তে ৫ কোটি টাকার মাদক আটক

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার দেবহাটা সীমান্ত হতে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে বিজিবি। আটককৃত মাদকের মধ্যে রয়েছে, পাঁচ বোতল ভারতীয় এলএসডি ১০০ এমএল এবং ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ আগস্ট ২০২৪ তারিখে নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭ বিজিবি এর সিগন্যাল অধিনায়ক লেঃ কর্নেল সানভীর হাসান মজুমদারের পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনা এবং নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল রাত আনুমানিক দশটায় পনেরো মিনিটে উক্ত মাদক আটক করে। এ সময় বিজিবি টল দলের উপস্থিত টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান ব্যাটেলিয়ান অধিনায়ক ১৭ বিজিবি । বিজিবি অধিনায়ক জানান সীমান্তে মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন