প্রিন্ট এর তারিখঃ বুধবার ৯ই জুলাই, ২০২৫ ২৫শে আষাঢ়, ১৪৩২ ১৩ই মহর্‌রম, ১৪৪৭

বন্যাদুর্গত মানুষের পাশে মানবতার আহবান ফাউন্ডেশন 

 মুহাম্মদ নাছির উদ্দীন চট্টগ্রাম:
 মানবতার আহবান ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদ  কতৃক সংগঠন সভাপতি মুহাম্মদ নাছির উদ্দীনের  সভাপতিত্বে ২৭ আগস্ট ২০২৪ ইং রোজ মঙ্গলবার, বন্যার্ত মানুষের জন্য খাদ্য সামগ্রী ত্রান বিতরণ করেন, এতে উপস্থিত ছিলেন, সংগঠন কেন্দ্রীয় সদস্য,  মোঃ উসমান গনী,মোঃ ইসমাইল হোসেন, মোঃহানিফ,মোঃতারেক,রিফাত, মোঃরাফি,সাইফুল প্রমুখ। মুহাম্মদ নাছির বলছেন, ফটিকছড়ির বিভিন্ন জায়গাতে আমরা উপহার  বিতরণ করেছি,বর্তমানে করে যাচ্ছি এবং বিতরণ চলমান থাকবে ইনশাআল্লাহ

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন