প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁয় সাংবাদিকদের সাথে ওসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ :
নওগাঁর রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী মাসুদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকালে ওসির কার্যালয়ে উপজেলার তিনটি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় করেন তিনি। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সঠিক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সার্বিক সহযোগিতার আহŸান জানান মেহেদী মাসুদ। তিনি বলেন,সাংবাদিকরা হলেন তথ্যের ভান্ডার। আমাদের কাছে কোন সংবাদ আসার আগেই আপনাদের নিকট পৌছে যায়। তাই যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগে জানতে পারার সাথে সাথে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেন। তিনি বলেন,পুলিশ ও সাংবাদিকরা একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা,গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার কোন বিকল্প নেই। মতবিনিময় সভায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন,সহ-সভাপতি কাজী আনিছুর রহমান,সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,অধ্যক্ষ হারুনুর রশিদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক,সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলার তিনটি প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,গত শনিবার রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ কে প্রত্যাহার করে নওগাঁ ওআর হেডকোয়ার্টারে বদলি করা হয়।এর পর রোববার থেকে থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদকে ওসি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়। নওগাঁ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন