
শুভ সাহা,বিশেষ সংবাদদাতা:
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের শ্রী শ্রী কালীবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ,শুভ জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় সুসম্পন্ন হয়েছে।সোমবার(২৬শে আগস্ট) বেলা১১টায় পৌর শহরের বড় কালিবাড়ীতে হাজারো নারী পুরুষ দর্শনার্থীদের আগমন সহ বিভিন্ন পর্যায়ের জন সাধারণের উপস্থিতিতে ব্রত পালন,দেশের ১১টি জেলার বন্যা দূর্গতদের কল্যাণে ভগবান শ্রী কৃষ্ণের নিকট বিশেষ প্রার্থনা সহ
বর্ণাঢ্য জনযাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এবং নাম কৃষ্ণ বানী প্রচারের মাধ্যমে সমস্ত শহর মুখরিত করে পুনরায় বড় কালিবাড়ীতে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন,বড় কালিবাড়ী মন্দির কমিটির বর্তমান সাধারণসম্পাদক:বীরমুক্তিযোদ্ধা বাবু জীবন কৃষ্ণ চৌধুরী,জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু,বড় কালিবাড়ী মন্দির কমিটির সাংগঠনিক সম্পাদক: সুমন সরকার,জেলা জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি:গৌতম কর্মকার,সাধারন সম্পাদক: বিধান কৃষ্ণ পাল সহ হিন্দু মহাজোট,যুব মহাজোট এবং ছাত্র মহাজোটের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সহকর্মীরা।