প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সংবিধান ও রাষ্ট্রের কাঠামো এবং গণমাধ্যমের সুরক্ষা আইনের দাবিতে সাধারণ সভা

মাজেদুল ইসলাম, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান: 
সাভারের আমিন বাজারে ফুড লাইব্রেরি রেস্টুরেন্টে সকাল ১১.০০ ঘটিকায় সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি ) এর আয়োজনে সংবিধান এবং রাষ্ট্র কাঠামো সংস্কার স্বাধীন দেশের উপযোগী সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা বিষয়ক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাধারণ সভা শুরু হয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্ম ও সাংবাদিকদের বিভিন্ন হয়রানি ও হামলা মামলার কথা তুলে ধরেন সেই সাথে সাংবাদিকদের সততার সহিত কাজ করার আহ্বান ব্যক্ত করেন এবং সাংবাদিকদের এই বাক স্বাধীনতায় ভবিষ্যতে আর যদি কেউ যাতে হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানান। উক্ত সাধারন সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি এর সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন জুয়েল এবং সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এস এম শামসুল আলম নিক্সন।সাধারণ সভার শেষে সংগঠনের পক্ষ থেকে সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি এর প্রতিষ্ঠাতা সভাপতি কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন