প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

বন্যা কবলিত অসহায় মানুষের পাশে জেলা পুলিশকুমিল্লা

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি। অদ্য ২৬ আগষ্ট ২০২৪ খ্রীঃ কুমিল্লা জেলা পুলিশসদস্যগন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়ন হয়ে নিরালসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম পুলিশ সুপার কুমিল্লা এর দিকনির্দেশনায় বুড়িচং থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় বিভিন্ন জায়গায় বন্যা পানিতে আবদ্ধ হওয়া মানুষদের উদ্ধার করেন এবং বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন