জি,এম,মাসুদুর রহমান , রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে এক গণসমাবেশ করেছে গঙ্গাচড়া উপজেলা শাখা। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গনহত্যার বিচার, দুর্নীতি বাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা,সংখানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও ইহকালের শান্তি পরকালের মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠানের দাবিতে এই গনসমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গঙ্গাচড়া উপজেলা শাখা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার প্রধান উপদেষ্টা এটিএম গোলাম মোস্তফা ( বাবু) । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাহমুদুর রহমান রিপন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর জেলা শাখার জয়েন সেক্রেটারি ডাঃ মুহাম্মদ সাইফুল রহমান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রংপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তাহমিদুর রহমান। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, রংপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ একরামুল হক। ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ আলিম আল-আসিফ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া শাখার জয়েন সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া শাখার সভাপতি মুহাম্মদ মোক্তার হোসেন। এ সময় গনসমাবেশে আশা বিভিন্ন বক্তারা বলেন আমরা যাদের ক্ষমতায় বসিয়েছি তারাই আমাদের ক্ষতি করেছে তবে এবার কোন দল বা ব্যক্তিকে সংস্কার নয় বরং সংস্কার প্রয়োজন পুরো দেশ চালানোর পদ্ধতির। বর্তমান আমাদের বুঝতে হবে কে আমাদের ক্লান্তিকালে সহায়ক হবে কাকে নির্বাচিত করলে ইহকাল এবং পরকালে আমরা শান্তির নাগাল পাবো।