প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর দোয়া অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, ১৭ নেতাকর্মী আহত

মোঃ নাজমুল মোরেলগঞ্জ প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী , বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও বন্যা কবলিত মানুষের নাজাতের জন্য একটি দোয়া অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে জামায়াতের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে ভাটখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ ঘটনা ঘটে।হামলায় আহত মাও: তাজুল ইসলাম (৪৯), মো. মাহাবুব সরদার (৬২), মো. দেলোয়ার খান (৫৫), মো. তারিকুল ইসলাম (২২), মো. আজিজুল ইসলাম (৩০), মো. রিয়াজুল ইসলাম (২৪) কাজী মহিবুল্লাহ, মো. শাহজালাল, রেদোয়ান হাওলাদার, মুকুল শেখ, মারুফ শেখ, শাওন শেখ, ডালিম শেখ, আকাশ শেখ, ফয়সাল শেখ, আরিফ হাওলাদার ও রমজান শেখকে রাত ৮টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অতর্কিত হামলার ঘটনায় রবিবার রাত ৯ টায় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে নেতাকর্মীরা বলেন, দোয়া অনুষ্ঠানের শেষ পর্যয়ে তবারক বিতরণ কালে ১০-১২ জনের একটি দুর্বৃত্তের দল হাতুড়ী, রাম দা, লোহার রড ও দেশীয় ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। এরা বিভিন্ন জায়গায় ওৎ পেতে তিন দফায় হামলা চালায়। মাথায় আঘাত পাওয়া ৩ জনকে দ্রæত সিটি স্কান করার জন্য খুলনা চিকিৎসা নেয়ার পরামর্শ দেন মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এদিন ইউনিয়ন ভিত্তিক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন পুটিখালী ইউনিয়ন জামায়াতের আমীর মো. নাজির আহমেদ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন