প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে র‌্যালী ও আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় সোমবার (২৬ শে আগস্ট) শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রাজেশ প্রসাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক দোলন বকসি, অসীত কুমার পাল বাবলু, জগদীশ চন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, প্রচার সম্পাদক ননন প্রসাদ, কমল রাজভর, কিরণ রাজভর প্রমূখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন