প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় চক্ষু স্বাস্থ্য পরিচর্যা ফ্রটলাইন বিষয়ক ওরিয়েন্টেশন

 মোঃ রাজু মিয়া সোহাগ: নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকায় প্রাথমিক চক্ষু পরিচর্যা ফ্রন্টলাইন মহিলা স্বাস্থ্য সেচ্ছাসেবক ও কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সাপোর্ট গ্রুপ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দীপ আই কেয়ার ফাউন্ডেশন রংপুর এর জলঢাকা শাখার সার্বিক আয়োজনে ২৪শে আগষ্ট শনিবার সকালে পৌর শহরের ডাঙ্গাপাড়া আলহেরা এডুকেয়ার হোম সংলগ্ন চক্ষু শিবিরের ভিশন সেন্টার কার্যালয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ভিশন সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর মাহামুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কমিউনিটি ক্লিনিকের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক ও সূধী সমাজের ব্যতিবর্গরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ সাজেদা আজিজী, ভিশন সেন্টারের সিনিয়র টেকনিশিয়ান মনিষা সুলতানা মৌরী, আইটি ইন্জিনিয়ার সাকিবুল ইসলাম, ভিশন সেন্টার অফিসার খায়রুল ইসলাম ও ভিশন সেন্টার টেকনিশিয়ান জয়শ্রী রায় প্রমুখ। উক্ত ওরিয়েন্টেশনে রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সাজিদুল হক তানযীল দৃষ্টি শক্তি পরিক্ষা, প্রাথমিক চক্ষু শিবির পরিচালনা, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিশু শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি সচেতনতা বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি সহ নানাবিধ চক্ষু স্বাস্থ্য বিষয়ের উপর ভিডিও কনফারেন্সের গুরুত্বপূর্ণ বিষয়াদি তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় ডাঃ সাজিদুল হক তানযীল বলেন, রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে গিয়ে যে চিকিৎসা গ্রহন করতেন সেটি এখন আপনার শহর জলঢাকায় চক্ষু স্বাস্থ্য বিষয়ে সুচিকিৎসা পাবেন। এ জন্য প্রতিটি শ্রেণী পেশার মানুষের সার্বিক স্বাস্থ্য সহায়তা কামনা করেন তিনি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন