প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

প্রেসক্লাব, রংপুরের বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিল্পী আক্তার ,রংপুর :

প্রেসক্লাব,রংপুরের অনিয়ম,বৈষম্য  ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে বৈষম্য বিরোধী সাংবাদিক,রংপুরের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি  প্রদান অনুষ্ঠিত হয়েছে।  ২৫আগষ্ট রোববার দুপুর আড়াইটায় রংপুর নগরীর কাচারি বাজার জিরো পয়েন্ট মোড়ে এ প্রতিবাদ, মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তথ্য  ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে দেন। মানববন্ধনে প্রেসক্লাব,রংপুরকে বৈষম্যমুক্ত করতে ৫দফা দাবি তুলে ধরেন ষ্মারকলিপিতে। বলা হয় ৫৯ বছরের অনিয়ম বৈষম্য দুর করে জেলায় কর্মরত সকল সাংবাদিককে অন্তর্ভুক্ত করার আগে বর্তমান ফ্যাসিস্ট কমিটি বাতিল করে আহবায়ক কমিটি দিতে হবে। গঠনতন্ত্রে কালাকানুন ও কুক্ষিগত ক্ষমতার কারনে রংপুরে কর্মরত জনপ্রিয় ইলেকট্রনিক,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার মুলধারার ২ শতাধিক সাংবাদিক অধিকার বঞ্চিত, বৈষম্যের শিকার। বক্তারা বলেন,  প্রতিষ্ঠানটির নিয়মিত অডিট না হওয়ায় কোটি কোটি টাকার দুর্নীতি  হয়েছে। ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়ে বক্তার বলেন, যদি এ সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেয়া না হয়, তবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য করা হবে।  বক্তব্য রাখেন, সাংবাদিক এস.এম জাকির হুসাইন, শরিফা বেগম শিউলি,  আতিকুর রহমান আতিক,শহিদুল ইসলাম, এনামুল হক স্বাধীন, রবিন চৌধুরী রাসেল, রিপন, মেহবুব পারভেজ সুমন, মেহেদী হাসান মুন, জুয়েল মাজহারুল, সৈয়দা কনক শিল্পী আক্তার সহ বৈষম্য বিরোধী সাংবাদিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন