প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রæপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে(৭২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪আগষ্ট শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের তার নিকটাতœীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক ব্স্ত্র ও পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। সেখান থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ,আড়াইহাজার, সোনারগাঁ,সিদ্ধিরগঞ্জ থানায় গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নামে পৃথক পাঁচটি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে রূপগঞ্জের নব কিশোলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকান্ডের ঘটনায় গত ২১ আগস্ট তার খালা রিনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়। প্রসঙ্গত নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের টানা ৪ বারের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন