প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

চাকুরী জাতীয় করণের ১ দফা দাবিতে জয়পুরহাটে নকল নবীশের কর্ম বিরতি

 মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ সাব রেজিস্ট্রী অফিসের বৈষম্যের স্বীকার নকল নবীশদের চাকুরী জাতীয় করণের ১ দফা দাবিতে জয়পুরহাটে কর্ম বিরতি পালন করছেন নকল নবিশ এসোসিয়েশন। রবিবার (২৫ আগস্ট) দুপুরে জয়পুরহাট সদর সাব রেজিস্ট্রী অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, সদর শাখার সভাপতি খন্দকার জাবেরুজ্জামান রাজিব ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন রিপনসহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন