প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

দেওয়ানগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি

রিফাত আলী. জামালপুর জেলা প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের  উদ্যোগে বন্যার্তদের সহযোগিতার  জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দেওয়ানগঞ্জ ছাত্রদের  সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচির প্রথমদিনে  ৩৬ হাজার ৩২৩ টাকা ফান্ড কালেকশন করা হয়েছে। এ সময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সোহেল রানা, সৌরভ হাসান, আব্দুল্লাহ আল মুইদ, নিশাদ হাসান,মোছাঃ মেঘলা খাতুন ও শাহ নাসরুল্লাহ আরো অনেকে। এ সময় ছাত্র আন্দোলনকারী মোঃ সোহেল রানা জানান , আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বানভাসি মানুষের মাঝে আর্থিক সহযোগিতা করার জন্যে গণত্রাণ কর্মসূচি কার্যক্রম চালু করা হয়েছে । আজ হয়তো কম, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আগামী দিনে হয়তো অনেক বেশি হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে সবাব সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করা হল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন