প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাটকেলঘা প্রেসক্লাবের কমিটি গঠন

 আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেস ক্লাবের কমিটি গঠিত হয়েছে। ২৪ আগস্ট শনিবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুল মোমিন এর আহবানে ,সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কমিটির বিলুপ্ত ঘোষণা করে আব্দুল মোমিনকে সভাপতি (দৈনিক ভোরের ডাক) ও ইয়াছীন আলী সরদার কে সাধারণ সম্পাদক (দৈনিক নয়া দিগন্ত) করে ১৭জন কার্যকরীসহ ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হক খান( দৈনিক সংগ্রাম) সহ-সভাপতি নাজমুল হক (দৈনিক জন্মভূমি), যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন আলম (দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (দৈনিক আজকের তথ্য), অর্থ সম্পাদক আতাউর রহমান (সাতক্ষীরার সকাল), দপ্তর সম্পাদক খাইরুল আলম সবুজ (দৈনিক সুপ্রভাত), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক মানবাধিকার), প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনি (দৈনিক সাতঘরিয়া) সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন