প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

“কষ্ট”

-মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী।

নষ্ট মোর কষ্টের সময় ভেবোনা কভু বকুল ফুলের মালা।

কষ্টে জীবন ছিন্ন ছিলো, ছিলো কলবে স্বাধীন হবার জ্বালা।

এ নয়ন তাঁরার দর্শন জুড়ে ছিলো শুধু ধর্ষণ হবার খেলা।

বলতুম কাহারে ভয়ংকর দর্শন! মন যে ছিলো ভিষণ তেতা!

ছিলো শুধু সততা। রুখবে তো তোমাদের মোর স্রষ্টা।

কলব বলেছিলো; যা নয়নের জ্বল পরিয়া।

ভেবেছিলুম যাহা! হইলো তাহা করিলো মোর একক রব মোর স্রষ্টা।

আলহামদুলিল্লাহ বলো সবাই চিৎকার করিয়া।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন