প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কলারোয়া উপজেলার শাকদাহ কে,আই,এম,এস কলেজের নবীন বরন অনুষ্ঠিত

মোঃ আবু রায়হান সাতক্ষীরা :  আজ শনিবার কে,আই,এম,এস কলেজে সকাল ১১ টায় নিজস্ব অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ খান সাব্বিরুল ইসলাম সাগরের সভাপতিত্ত্বে এবং প্রভাষক আব্দুস সালাম পরিচালনায় নবীন বরন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও দূর্নীর্তি দমন কমিশনের পরিচালক ডঃ খান মিজানুল ইসলাম সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাকেন এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক মোঃ ইসরাইল হোসেন, মোঃ নজরুল ইসলাম, সাবেক মেম্বর মোঃ হাবিবুল্লাহ, মোঃ আঃ সাত্তার, মোঃ আনিছুর রহমান, সাংবাদিক মোঃ খোরশেদ আলম,মোঃ ইব্রাহিম হোসেন, প্রাক্তন ছাত্ররা নবীনদের ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে বরন করে নেয়। ছাত্র – ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাজমীন তাবাসসুম, শাহরিয়া আক্তার মীম। এছাড়া আরো বক্তব্য রাখেন প্রভাষক আঃ সালাম পলাশ, মোঃ ফজলুর রহমান, আলমগীর হোসেন, জিন্নাত হোসেন, আশরাফুল হোসেন,সাইফুল্লাহ আল মামুন। বক্তাগন প্রধান অতিথির উদ্দেশ্য বলেন, আগামী এম,পি,ও তে অত্র কলেজ কে এম,পি,ও ভুক্ত করার জন্য সহযোগীতা করার দাবী রাখেন। আগামী তে খুবই ভালো ফলাফল করার জন্য ছাত্র ছাত্রীদের তাগিদ দেন এবং দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহবান করেন। প্রধান অতিথি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সীমানা মানে না,পরীক্ষা বাতিল শিক্ষার্থীরা কামনা করে না, প্রতিষ্ঠাকালীন সকল প্রভাষক ও স্টাফদের সহযোগিতা অব্যাহত রাখায় ধন্যবাদ জানান ও আশ্বাস প্রদান করেন। শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা মাও: জিয়াউর রহমান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন