প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

পাইকগাছায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন এলাকাবাসী, আলমতলা নদী ভাঙনে বেঁড়িবাঁধ চরম ঝুঁকিতে

বি.সরকার,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার দেলুটির কালীনগরের নদী ভাঙনের মতো লস্করের আলমতলা নদী ভাঙনে পাউবো’র বেঁড়িবাঁধ চরম ঝুঁকিতে। যে কোন মুহুর্তে অঘটন ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। এ পরিস্থিতিতে গত ক’দিন ধরে এলাকার লোকজন স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধে মাটি ও বস্তা ফেলে পোল্ডার রক্ষায় কাজ করে যাচ্ছেন। শনিবার সকালে সরেজমিনে গেলে শতাধিক মানুষ বাঁধ রক্ষায় আপ্রান চেষ্টা করছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম কাগজী, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ করিম গাইন, গোলাম সরোয়ার, মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ আবু সাঈদ, সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন কাগজী, সুমন কাগজী, ইউপি সদস্য শরিফুল ইসলাম লিটন, হাসানুজ্জামান, সাবেক ইউপি সদস্য হারুন জমাদ্দার, অযোদ্ধা মন্ডল, আলম গাইন, সুভাষ সরদারসহ পানিউন্নয়ন বোর্ডে-র সংশ্লিষ্টরা।স্থানীয়দের অভিযোগ জাইকার অর্থায়নে আলমতলায় নদী ভাঙন রোধে ঝুঁকিপূর্ন বাঁধ মেরামত প্রকল্পের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। এ প্রকল্প নিয়ে পানিউন্নয়ন বোর্ড ও ঠিকাদরি প্রতিষ্ঠানের মধ্যে চিঠি চালাচালি চলছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত মজবুত বেঁড়িবাঁধের দাবি করেছেন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন