প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গলাচিপায় ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ছয় লক্ষ টাকা দিলো জামায়াত

 পটুয়াখালী প্রতিনিধিঃ গলাচিপায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬ জনের পরিবারের পাশে অর্থ সহায়তা নিয়ে দাঁড়ালো জামায়াতে ইসলামি সংগঠন। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে গলাচিপা পৌরসভার ৭নং ওয়ার্ডের রুপনগর এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম রুবেল (৩৪), আমখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিএনজি চালক মো. জাহাঙ্গীর খান (৪০), চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের ব্যবসায়ী মামুন হাওলাদার(৪০), চরকাজল ইউনিয়নের বড় শিবা গ্রামের শিক্ষার্থী মো. রাসেল(১৮), ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামের শিক্ষার্থী মো.সাগর গাজী(২০) ও কলাগাছিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের ছাত্র রাব্বি (১৩) এর পরিবারকে অর্থ সহায়তা দেয়া হয়েছে। জামায়াত সংগঠনের নেতাকর্মীরা নিহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং কবর জিয়ারত করেন। প্রত্যেক নিহত পরিবাবরকে সান্ত্বনা দেন ও তাদের হাতে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি (দক্ষিণ) বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা ফকরুদ্দিন খান রাজী, ল”ইয়ার কাউন্সিলার সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, পটুয়াখালী জামায়াতে ইসলামি আমির অধ্যাপক মো: শাহ আলম, গলাচিপা উপজেলা শাখার জামায়াতের আমির মো: জাকির হোসেন, ও সহকারী অধ্যাপাক ইয়া হিয়া খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন