প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগ বৃক্ষরোপন

আজাদ হোসেন আওলাদ মিয়া, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধিঃ সবুজে সাজাই আমার দেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে গাছের চারা রোপণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা লেখক,সাংবাদিক, কলামিস্ট আব্দুল মান্নান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কিশোরগঞ্জ উপজেলা, নীলফামারী আহ্বায়ক শিক্ষক, কবি, সাহিত্যিক ও নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ, ও সদস্য-সচিব হোসাইন মোহাম্মদ সেলিম রেজা, গাড়াগ্রাম উত্তর পড়া জামে মসজিদের সভাপতি মোজাফফর হোসেন সহ অন্য সদস্যদের উপস্থিতিতে গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি পালনের অংশ হিসেবে গাড়াগ্রাম ইউনিয়নের উত্তর জামেমসজিদ মাঠে গাছের চারা রোপণ করা হয়। গাছের চারা রোপণ শেষে সম্মানিত সভাপতি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগাতে হবে পরিবেশ বাঁচাতে হবে। তিনি বলেন, আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয়, তা আমরা গাছ থেকেও পাই। পৃথিবীতে যত বেশি গাছের চারা রোপণ করা হবে, তত বেশি পরিবেশ সুন্দর হবে। মানুষ সুন্দরভাবেবাঁচতে পারবে। মানুষসহ অন্যান্য প্রাণিজগৎ যে কার্বন-ডাই অক্সাইড ত্যাগ করে তা দিয়ে গাছ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে। গাছ ছাড়া প্রাণিজগৎ বেঁচে থাকা অসম্ভব।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন