প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাউজানে গাউসিয়া কমিটি ঢেউয়া হাজিপাড়ায় তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

রাউজানে গাউসিয়া কমিটি ঢেউয়া হাজিপাড়ায় তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢেউয়া হাজীপাড়া ইউনিট শাখার ব‍্যবস্থাপনায় তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ হাজীপাড়া খানকা-এ কাদেরীয়া তৈয়‍্যবিয়া তাহেরীয়ার পার্শস্থ মাঠ প্রাঙ্গনে আয়োজিত জলসায় মেহমানে আ’লা ছিলেন পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি ও বিশিষ্ট সংগঠক মোহাম্মদ সাইদুল ইসলাম। গাউছিয়া কমিটি ঢেউয়া হাজীপাড়া শাখার সভাপতি হাজী ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও মাওলানা জসিম উদ্দিন ও মোহাম্মদ রাসেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহসিন, সাদেক হোসেন পাপ্পু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, এস এম আলমগীর, নূরুল হুদা, সাব্বির হোসেন, নোমান বিন আজিজি, মোহাম্মদ জাহেদুল আলম, মোহাম্মদ রবিন, নুরুল আমিন অপু, হাসান রিফাত সহ গাউছিয়া কমিটি বাংলাদেশ ঢেউয়া হাজীপাড়া ইউনিট শাখার অন‍্যান‍্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। পরিশেষে দেশ ও জাতির সকলের কল‍্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন